মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

Swastika Mukherjee: কোন আক্ষেপ সারাক্ষণ মাথায় কাজ করে স্বস্তিকার?

Swastika Mukherjee: কোন আক্ষেপ সারাক্ষণ মাথায় কাজ করে স্বস্তিকার?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/Swastika-Mukherjee.jpg
Swastika Mukherjee: অভিনেত্রীর পাশাপাশি একজন সমাজসেবিকা তিনি। অসহায় মানুষের কষ্টে তাঁর বুক কাঁপে। পশুর কষ্টে অসহায় বোধ করেন। সম্প্রতি নতুন পরিচালক অভিজিৎ দাসের ‘বিজয়ার পরে’ নামক ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিরই শুটিংয়ের ফাঁকে নায়িকা খুলে বললেন মনের কথা। বললেন, “আমি প্রচুর এনজিও-দের সঙ্গে কাজ করি। যারা পথকুকুরদের, বিড়ালদের নিয়ে কাজ করে। অন্য অনেক জন্তু-জানোয়ারদের রেসকিউ করে, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। আক্ষেপ একটাই যে সকল জন্তু-জানোয়ারদের তো বাঁচানো যায় না! সাহায্য করতে চেয়েও কখনও কখনও সময়মতো কাজটা করা সম্ভব হয় না। সেটাই আক্ষেপ, যদি ওদের বাঁচাতে পারতাম।” নায়িকা এও জানালেন যে, ট্রোলিংয়ের ভয় করেন না তিনি। সত্যের […]


আরও পড়ুন Swastika Mukherjee: কোন আক্ষেপ সারাক্ষণ মাথায় কাজ করে স্বস্তিকার?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম