শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

Odisha FC: ১১ ম্যাচ অপরাজিত থেকে উচ্ছ্বসিত লোবেরা

Odisha FC: ১১ ম্যাচ অপরাজিত থেকে উচ্ছ্বসিত লোবেরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Sergio-Lobera-1.jpg
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুক্রবার জামশেদপুর এফসিকে ৪-১ গোলে হারিয়ে অপরাজিত থাকার ধারা আরও বাড়িয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। আরও একবার, রয় কৃষ্ণ জাগরনটসের পক্ষে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন। এদিনের ম্যাচে দুটি গোল অবদান রেখেছিলেন। ম্যাচের ২৩ তম মিনিটে রেই টেকিকাওয়া প্রথম গোল করেন এবং জামশেদপুরকে ম্যাচের শুরুতে লিড নিতে সহায়তা করেন। ২৭তম মিনিটে ইসাক ভানলালরুয়াটফেলার গোলে সমতায় ফেরে ওড়িশা এফসি। এরপর ৩৬ তম মিনিটে রায় কৃষ্ণার গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে পেনাল্টি থেকে ডিয়েগো মাউরিসিও তৃতীয় গোল করেন এবং রয় কৃষ্ণা চতুর্থ গোলটি করেন। "Maybe the first half was the best 45 minutes we've had this […]


আরও পড়ুন Odisha FC: ১১ ম্যাচ অপরাজিত থেকে উচ্ছ্বসিত লোবেরা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম