সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

Joseba Beitia: আইলিগে ফিরছেন বেইতিয়া, কোথায় খেলবেন?

Joseba Beitia: আইলিগে ফিরছেন বেইতিয়া, কোথায় খেলবেন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Joseba-Beitia-1.jpg
ভারতীয় ক্লাব ফুটবলে বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মনে সর্বদাই থেকে যাবেন স্প্যানিশ তারকা ফুটবলার জোসেবা বেইতিয়া (Joseba Beitia)। শেষবার দলের আইলিগ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেইসাথে অনবদ্য পারফরম্যান্স ছিল ফ্রান গঞ্জালেস থেকে শুরু করছ পাপা বাবাদিওয়ারা ও ড্যানিয়েল সাইরাসের মতো ফুটবলারদের। তবে এত তারকার মধ্যে ও শেষ পর্যন্ত জোসেফা বেইতিয়াকেই সবচেয়ে বেশি আপন করে ফেলেছিল সবুজ-মেরুন জনতা। যারফলে, পরবর্তীতে তার চলে যাওয়া খুব একটা মেনে নিতে পারেনি কলকাতার এই প্রধানের সমর্থকরা। পরবর্তীতে মোহনবাগান দল এটিকের সঙ্গে মার্জার করে আইএসএল খেলতে চলে আসলেও জোসেবা বেইতিয়াকে কিছুতেই ভুলতে পারেনি বাগান জনতা। তবে ইচ্ছে থাকলেও কোনো উপায় ছিল […]


আরও পড়ুন Joseba Beitia: আইলিগে ফিরছেন বেইতিয়া, কোথায় খেলবেন?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম