JU: পিএইচডি কেলেঙ্কারি অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ভর্তি স্থগিত
JU: পিএইচডি কেলেঙ্কারি অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ভর্তি স্থগিত
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/11/Jadavpur-University.jpg
রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার আরেক সঙ্কট।যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সঙ্কটে PHD গবেষকদের ভবিষ্যৎ। তালিকা প্রকাশের পরও যাদবপুরে আটকে গেল PHD তে ভর্তি। এতদিন যাবৎ PHD তে ভর্তির ক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) কোনও নিয়মই মানা হয়নি। বিস্ফোরক অভিযোগ তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। ঠিক এই কারণেই PHD তে ভর্তির থেকে নিয়োগের তালিকা স্থগিত করা হয়েছে। পেন্ডুলামের মত দুলছে বহু গবেষকদের ভবিষ্যৎ। ভিসি দাবি করেছেন, এই নিয়ে কর্মসমিতির বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তা নিয়েও জটিলতা। কারণ কর্মসমিতির বৈঠক নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে রাজ্য সরকারের। তবে এই PHD ভর্তির ক্ষেত্রে রয়েছে একাধিক জটিলতা। UGC-র নিয়ম অনুযায়ী, পিএইচডি ভর্তির তালিকা […]
আরও পড়ুন JU: পিএইচডি কেলেঙ্কারি অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ভর্তি স্থগিত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম