New Delhi: হামাস গোষ্ঠির দখলে থাকা মৃত্যুপুরী গাজায় আটক ভারতীয়রা জীবিত: বিদেশ মন্ত্রক
New Delhi: হামাস গোষ্ঠির দখলে থাকা মৃত্যুপুরী গাজায় আটক ভারতীয়রা জীবিত: বিদেশ মন্ত্রক
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Israel-Hamas-War.jpg
ইজরায়েল-হামাস যুদ্ধে কোনও ভারতীয় নাগরিক নিহত হওয়ার খবর নেই। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন এবং বলেছেন যে, অপারেশন অজয়ের অধীনে, প্রায় 1200 ভারতীয় এখন পর্যন্ত 5 টি বিমানে তাদের দেশে ফিরে এসেছে। তিনি বলেন, সরকার ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অবিরাম কাজ করে চলেছে। অরিন্দম বাগচি বলেন,অপারেশন অজয়ের অধীনে, 18 জন নেপালি নাগরিক সহ 5 টি ফ্লাইটে এখনও পর্যন্ত 1200 জন ভারতে এসেছেন। তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে আরও ফ্লাইট পাঠানো হবে। গাজায় 4 জন ভারতীয় এবং 12-13 জন পশ্চিম তীরে রয়েছেন। গাজা […]
আরও পড়ুন New Delhi: হামাস গোষ্ঠির দখলে থাকা মৃত্যুপুরী গাজায় আটক ভারতীয়রা জীবিত: বিদেশ মন্ত্রক
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম