Ivan Vukomanovic: কেরালা ব্লাস্টার্স কোচের মুখে বিশেষ একজনের নাম
Ivan Vukomanovic: কেরালা ব্লাস্টার্স কোচের মুখে বিশেষ একজনের নাম
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/07/Ivan-Vukomanovic.jpg
শাস্তির মেয়াদ শেষ করে দীর্ঘ দিন পর ডাগ আউটে ফিরেছিলেন কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) কোচ Ivan Vukomanovic। তাকে খোলা মনে স্বাগত জানিয়েছেন ক্লাবের সমর্থকরা। কোচের প্রত্যাবর্তনের সন্ধ্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ব্লাস্টার্স। ম্যাচের পর আবেগ ধরে রাখতে পারেননি ইভান। সাংবাদিক সম্মেলনে দলের এক ফুটবলারের কথা বলেছেন আলাদা করে। আর্থিক সমস্যার মধ্যে চলতি মরসুমের দল সাজিয়েছে কেরালা ব্লাস্টার্স। তার ওপর ম্যাচে পূর্ণ শক্তির দল হাতে পাননি কোচ। কিন্তু তাতে কি, কোচ নিজে মাঠে উপস্থিত ছিলেন। সেটাই বাড়তি উৎসাহ যুগিয়েছে ফুটবলারদের মধ্যে। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ২-১ গোলে জিতেছে কেরালা ব্লাস্টার্স। যারপরনাই খুশি Ivan Vukomanovic। […]
আরও পড়ুন Ivan Vukomanovic: কেরালা ব্লাস্টার্স কোচের মুখে বিশেষ একজনের নাম
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম