হাঁটতে হাঁটতে হীরে পেলেন কৃষক, দাম শুনেই ভিরমি খেলেন
হাঁটতে হাঁটতে হীরে পেলেন কৃষক, দাম শুনেই ভিরমি খেলেন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Diamonds.jpg
সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক কৃষক। এসময় ৪.৩৮ ক্যারেটের একটি হীরে খুঁজে পান তিনি। এতে রাতারাতি লাখপতি হয়ে গেছেন ওই কৃষক।এ ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের পান্না জেলায়। রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই কৃষকের নাম ইন্দ্রজিৎ সরকার। তিনি সকালে হাঁটতে বের হন।তখন জ্বল জ্বল করতে থাকা একটি পাথর খুঁজে পান ইন্দ্রজিৎ। এরপর সেই পাথরটি ডায়মন্ড অফিসে নিয়ে যান তিনি। হীরেটির দাম ২০ লাখ টাকা। ইন্দ্রজিৎ বলেন, একটি হীরে খনির পাশে ওই হীরেটি খুঁজে পান তিনি।তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সেটি তুলে নেই এবং বুঝতে পারি সেটি হীরে। এরপর সেটি ওজন করে দেখা যায়, হীরেটি ৪.৩৮ ক্যারেটের। আর সেটির দাম প্রায় ২০ লাখ […]
আরও পড়ুন হাঁটতে হাঁটতে হীরে পেলেন কৃষক, দাম শুনেই ভিরমি খেলেন
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম