শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

Iran Hijab Row: হিজাব বিরোধী আমিনির মতো মৃত্যু আরমিতার, বিশ্বজুড়ে তোলপাড়

Iran Hijab Row: হিজাব বিরোধী আমিনির মতো মৃত্যু আরমিতার, বিশ্বজুড়ে তোলপাড়
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/armita-geravand-1.jpg
নীতি পুলিশের মার খেয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ইরানি তরুণী আরমিতা গেরাভান্ডের (Armita Geravand)। তার অবস্থা ছিল সংকটজনক। কোমায় চলে গিয়েছিলেন। শনিবার হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর। ঠিক যেমনটা হয়েছিল ইরানি আমিনির ক্ষেত্রে। হিজাব না পরায় আমিনিকে বেদম মেরেছিল ইরানের নীতি পুলিশ। জখম আমিনির মৃত্যু হয় হাসপাতালে। এবার হিজাব বিরোধী আর্মিতার মৃত্যুর খবরে বিশ্ব জুড়ে তোলপাড়। এক সপ্তাহ আগে তেহরানের মেট্রোতে একটি রহস্যজনক ঘটনায় আহত হন এই ইরানি কিশোরী। মাথায় স্কার্ফ না পরার জন্য আক্রান্ত হন বলেই জানা যায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে শনিবার মৃত্যু হয়েছে তাঁর। তেহরানে কয়েক সপ্তাহ কোমায় থাকার পরে এবং মাহসা আমিনির (Mahsa Amini) মৃত্যুর […]


আরও পড়ুন Iran Hijab Row: হিজাব বিরোধী আমিনির মতো মৃত্যু আরমিতার, বিশ্বজুড়ে তোলপাড়

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম