শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

AFC Cup XI: পেত্রাতসের পাশে সনি নর্দি!

AFC Cup XI: পেত্রাতসের পাশে সনি নর্দি!
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/Sony-Norde-Dimitri-Petrato.jpg
ভারতীয় ফুটবলে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি। হোসে রমিরেজ ব্যারেটর পর সনি নর্দিকে কেন্দ্র করে কলকাতা ময়দানে চোখে পড়েছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সেই সনি নর্দি বহাল তবিয়তে রয়েছে, এখনও আগের মতই দেখাচ্ছেন পায়ের জাদু। মোহন বাগান সুপার জায়ান্টের মতো সনি নর্দি বর্তমান ক্লাব Terengganu FC AFC কাপে খেলছে। গ্রুপ জি-তে রয়েছে মালয়েশিয়ার এই দল। তিন ম্যাচের পর সনি নর্দির দল আপাতত অপরাজিত। একটি ম্যাচে জয় ও দুটি ড্র নিয়ে ক্রম তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে Terengganu FC। পরের পর্বে যাওয়ার টিকিট চূড়ান্ত করার ব্যাপারে মরীয়া এই ফুটবল ক্লাব। আক্রমণ ভাগে দলকে যথারীতি নির্ভরতা যোগাচ্ছেন হাইতিয়ান তারকা। এএফসি কাপের শেষ ম্যাচে গোল […]


আরও পড়ুন AFC Cup XI: পেত্রাতসের পাশে সনি নর্দি!

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম