রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

Attack on Gaza: বোমা বৃষ্টির মাঝে গাজার দিয়াব ঘুরছে বন্ধু পাখি নিয়ে

Attack on Gaza: বোমা বৃষ্টির মাঝে গাজার দিয়াব ঘুরছে বন্ধু পাখি নিয়ে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/10/bird-to-shelter-in-Gaza.jpg
ইজরায়েল ও হামাস গোষ্ঠির মধ্যে সংঘর্ষে গাজা (Gaza) উপত্যকায় অবিরাম চলছে গোলাবর্ষণ। নতুন করে জারি হয়েছে এলার্ট। গাজা উপত্যাকার সাধারণ মানুষকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় দিতে হয়েছে শরণার্থী শিবিরে। সবকিছু ছেড়ে আসলেও প্রিয় পোষা পাখিকে ফেলে আসেনি ফিলিস্তিনি শিশু আজমি দিয়াব। পাখি নিয়ে এসেছে শরণার্থী শিবিরে। সেখানেই চলছে যত্ন। পোষ্যের প্রতি আজমির এমন ভালোবাসা আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৩ বছর বয়সী আজমি দিয়াব। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয়েছে রাষ্ট্রসংঘের রিফিউজি এজেন্সির একটি স্কুলে। খালি পায়ে এক কাপড়ে তাকে পালিয়ে আসতে হয়েছে।ছেড়ে আসতে হয়েছে প্রিয় খেলনা খেলার মাঠ এবং বন্ধুদের। ছোট্ট […]


আরও পড়ুন Attack on Gaza: বোমা বৃষ্টির মাঝে গাজার দিয়াব ঘুরছে বন্ধু পাখি নিয়ে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম