Purba Medinipur: তৃণমূল সাংসদ শিশিরের ভোটে জয়ী বিজেপি, তাড়াবেন মমতা?
Purba Medinipur: তৃণমূল সাংসদ শিশিরের ভোটে জয়ী বিজেপি, তাড়াবেন মমতা?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/sisir-adhikari.jpg
নিজে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেত্রী মমতা। আর তাঁর দল তৃণমূলের সাংসদ শিশির অধিকারীর ভোটে জয়ী হয়ে গেল বিজেপি। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur খেজুরির স্থায়ী সমিতি গঠনে এবার শিশিরের ভোট নিয়ে তীব্র সরগরম রাজ্য। প্রশ্ন উঠছে, শিশির অধিকারীকে কি দল থেকে তাড়াবেন মমতা নাকি আসন্ন লোকসভা ভোট পর্যন্ত নীরব থাকবেন। শিশির অধিকারী যে আর তৃণমূলের টিটিট পাচ্ছেন না তা স্পষ্ট। তাঁকে বিজেপি টিকিট দেবে। গত বিধানসভা ভোটের আগে শিশির অধিকারীর সাথে দূরত্ব তৈরি হয় মমতার। সাংসদ চলে যান বিজেপি শিবিরে। তবে তিনি সরাসরি তৃণমূল ত্যাগ করেননি। আর তৃণমূলও তাঁকে দল থেকে তাড়ায়নি। শিশির পুত্র শুভেন্দু বিরোঘী দলনেতা। বিস্তারিত আসছে
আরও পড়ুন Purba Medinipur: তৃণমূল সাংসদ শিশিরের ভোটে জয়ী বিজেপি, তাড়াবেন মমতা?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম