Liston Colaso: এএফসি কাপে গোল পেয়ে কী বলছেন মোহন তারকা লিস্টন
Liston Colaso: এএফসি কাপে গোল পেয়ে কী বলছেন মোহন তারকা লিস্টন
https://kolkata24x7.in/wp-content/uploads/2022/09/Liston-Colaso.jpg
ডুরান্ড কাপ জয়ের পর এএফসি কাপে এবার অনবদ্য সূচনা সবুজ-মেরুনের। কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় তুলে নিয়েছে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। যা দেখে স্বাভাবিকভাবেই খুশি সকলে। দলের হয়ে জোড়া গোল অজি তারকা দিমিত্রি পেট্রতোসের। পাশাপাশি আজকের ম্যাচে একটি করে গোল করেন সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাসোর। টুর্নামেন্টের শুরুতে এত বড় ব্যবধানে জয় আগামীদিনে দলকে যে বাড়তি অক্সিজেন দেবে তা কিন্তু বলাই চলে। এছাড়াও আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। সেখানে ও ভালো পারফরম্যান্স করতে মরিয়া মেরিনার্সরা। তবে দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে। ম্যাচের শেষে বাগান অধিনায়ক শুভাশিস বোস থেকে […]
আরও পড়ুন Liston Colaso: এএফসি কাপে গোল পেয়ে কী বলছেন মোহন তারকা লিস্টন
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম