নতুন ফুটবলার চূড়ান্ত করার দিনে বকেয়া বেতন দাবি করলেন ISL জয়ী বিদেশি
নতুন ফুটবলার চূড়ান্ত করার দিনে বকেয়া বেতন দাবি করলেন ISL জয়ী বিদেশি
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/joel-chianese.jpg
শনিবার নতুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করেছে হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে হাইপ্রোফাইল ফুটবলারের নাম ঘোষণা করেছে ক্লাব। ওই পোস্টের কমেন্ট সেকশনে বকেয়া বেতন দাবি করেছেন হায়দরাবাদ এফসির প্রাক্তন ফুটবলার জোয়েল চিয়ানসে। হায়দরাবাদ এফসির ইন্ডিয়ান সুপার লীগ জয়ী স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন জোয়েল চিয়ানসে। ২০২১-২২ মরসুমে আইএসএল জিতেছিল নিজামের শহরের এই দল। স্কোয়াডের অন্যতম গুরুতবপূর্ণ সদস্য ছিলেন অস্ট্রেলিয়ার জোয়েল, খাতায় কলমে তিনটি মরসুম (২০২০-২০২৩) ভারতীয় ক্লাবটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘নতুন সইয়ের জন্য শুভেচ্ছা। কিন্তু বকেয়া বেতন আগে মিটিয়ে দিলে বোধহয় ভালো হতো। আমরাই ক্লাবে সাফল্য এনে দিয়েছিলাম।’ Good news […]
আরও পড়ুন নতুন ফুটবলার চূড়ান্ত করার দিনে বকেয়া বেতন দাবি করলেন ISL জয়ী বিদেশি
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম