High Court: ইডিকে তদন্ত চালানোর নির্দেশ বিচারপতির, জেরা হবে অভিষেকের?
High Court: ইডিকে তদন্ত চালানোর নির্দেশ বিচারপতির, জেরা হবে অভিষেকের?
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/02/Calcutta-HC.jpg
ইডিকে বিচারপতির নির্দেশ আগামী ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য যে কোনও পদক্ষেপ করা যাবে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের পর প্রশ্ন ওই দিন জেরায় ডাক পাঠানো তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আসবেন? তিনি ইতিমধ্যেই বলেছেন জেরায় যাব না। তিনি দিল্লিতে দলীয় ধর্না কর্মসূচিতে যাবেন বলে জানান। চাঞ্চল্যকর নির্দেশ বিচারপতি সিনহার। তিনি তদন্তে যুক্ত ইডির সহকারী ডিরেক্টর মিথিলেশকুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে […]
আরও পড়ুন High Court: ইডিকে তদন্ত চালানোর নির্দেশ বিচারপতির, জেরা হবে অভিষেকের?
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম