BIHAR: বাজারে বিক্রি হচ্ছে বর! দরদাম করে কিনছেন পাত্রীরা
BIHAR: বাজারে বিক্রি হচ্ছে বর! দরদাম করে কিনছেন পাত্রীরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Marriage.jpg
বাজার থেকেই মিলবে মনের মত বর। কথাটা শুনতে একটু অবাক লাগলেও এটাই বাস্তব। আর বর বিক্রির বাজার বসে বিহারের মধুবনী জেলায়। বছরের একটি নির্দিষ্ট সময়ে জেলার একটি বাগানে বসে এই বাজার। একটানা নয় দিন ধরে চলে এই বাজার।যদি কোনও মহিলা ওই বাজারে এসে পুরুষকে পছন্দ করেন এবং বিয়েতে সম্মতি দেন, তখন তার পরিবারের লোকেরা ওই পুরুষকে কিনে নেন টাকার বিনিময়ে।এরপর বরের পরিবারের সঙ্গে বিয়ে নিয়ে কথা শুরু করেন। এই প্রথা চলে আসছে প্রায় ৭০০ বছর ধরে।স্থানীয়রা এটিকে ‘সৌরথ সভা’ বলে থাকেন। নেটিজেনরাও অবাক এমন এক বাজারের কথা জানতে পেরে। জানা গেছে, বিহারের মধুবনী জেলা থেকে মৈথিলী ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষরা বর […]
আরও পড়ুন BIHAR: বাজারে বিক্রি হচ্ছে বর! দরদাম করে কিনছেন পাত্রীরা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম