শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

Delhi: এশিয়ার সবচেয়ে বড়ো সবজি বাজার আজাদপুর মান্ডিতে আগুন

Delhi: এশিয়ার সবচেয়ে বড়ো সবজি বাজার আজাদপুর মান্ডিতে আগুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Delhi-fire.jpg
শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে দিল্লির আজাদপুর মান্ডিতে আগুন লাগে বলে খবর পাওয়া যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। উদ্ধার তৎপরতা এখনও চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাজারের একটি টমেটোর চালা থেকে আগুনের সূত্রপাত হয়। দিল্লির বৃহত্তম সবজি বাজার আজাদপুর মান্ডিতে আজ সন্ধ্যায় একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে বাজারের ক্ষতি হয়েছে। ১১ টি ফায়ার ট্রাক অগ্নিকাণ্ডের আগুন নেভানোর জন্য অধ্যবসায়ের সাথে কাজ করে আধিকারিকরা দ্রুত জরুরী পরিস্থিতিতে সাড়া দিয়েছেন। এখনও পর্যন্ত কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, টমেটো বিক্রেতার দোকানের পেছনে আবর্জনার স্তূপে আগুন লেগেছে বলে সন্দেহ করছেন তারা।


আরও পড়ুন Delhi: এশিয়ার সবচেয়ে বড়ো সবজি বাজার আজাদপুর মান্ডিতে আগুন

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম