বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় লোবেরার ওড়িশার
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় লোবেরার ওড়িশার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Odisha-FC-vs-Chennaiyin-FC.jpg
শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসিকে (Chennaiyin FC) ২-০ গোলে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। দ্বিতীয়ার্ধে জেরি মাউইমিংথাঙ্গা ও দিয়েগো মাউরিসিওর গোলে জয় নিশ্চিত করে জাগরনটস। আইএসএল জয়ী দুই প্রধান কোচ ওয়েন কোয়েল এবং সার্জিও লোবেরা কে যুক্ত করে দুই ক্লাবই নিজেদের ঢেলে সাজিয়েছে এবার। অবিরাম বৃষ্টি এদিনের ম্যাচকে আরও জটিল করে তুলেছিল। খেলোয়াড়দের জন্য মাঠে বল নিয়ন্ত্রণ রাখা চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। কলিঙ্গ স্টেডিয়ামে বজ্রপাত সহ তীব্র বৃষ্টিপাতের কারণে খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা। খেলা পুনরায় শুরু হওয়ার পরে চেন্নাইয়িন এফসি একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। রাফায়েল ক্রিভেলারো গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। নবাগত কনর শিল্ডস ডান […]
আরও পড়ুন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয় লোবেরার ওড়িশার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম