I.N.D.I.A. Alliance: বাংলার পথঘাট ছয়লাপ মমতা-সেলিম-অভিষেক-অধীর জোট পোস্টারে
I.N.D.I.A. Alliance: বাংলার পথঘাট ছয়লাপ মমতা-সেলিম-অভিষেক-অধীর জোট পোস্টারে
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Mamata-Banner-Hoogly-INDIA.jpg
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া জোট (I.N.D.I.A. Alliance)। বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন তৃণমূল, কংগ্রেস, সিপিএম-সহ অন্যান্য দলগুলি একসঙ্গে বেঁধেছে জোট। জোট বাঁধলেও সমস্যা শেষ হয়নি। পশ্চিমবঙ্গে মহম্মদ সেলিম এবং অধীর চৌধুরীদের অবস্থান স্পষ্ট। বিজেপি ও তৃণমূলকে এক পংক্তিতে রেখে উভয়ের বিরুদ্ধেই লড়াই জারি তাঁদের। এমন সমীকরণের মাঝে চব্বিশের আগে তুমুল বিতর্ক ইন্ডিয়া জোটের সমর্থনে ব্যানারে। ব্যানারে দেখা যাচ্ছে মমতা-অভিষেক-সনিয়া-রাহুল-সেলিম-সুজন সবার মুখ একসঙ্গে। একটি ব্যানারে তৃণমূল-বাম-কংগ্রেস সব দলের নেতাদের মুখ একসঙ্গে ছবি বাংলার রাজনীতিতে বিরল। এছাড়াও একই ব্যানারে লেখা রয়েছে ‘ইনক্লাব’, ‘জয় বাংলা’ ধ্বনিও। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ‘ইন্ডিয়া’ জোটে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে সেখানে। এমন ব্যানার দেখা গেল হুগলির চাঁপদানী, ভদ্রেশ্বর, […]
আরও পড়ুন I.N.D.I.A. Alliance: বাংলার পথঘাট ছয়লাপ মমতা-সেলিম-অভিষেক-অধীর জোট পোস্টারে
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম