AFC Cup: সব করেও বড় ব্যবধানে হারল বাংলাদেশের সেরা ক্লাব
AFC Cup: সব করেও বড় ব্যবধানে হারল বাংলাদেশের সেরা ক্লাব
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Bashundhara-Kings-1-3-Maziy.jpg
চলতি AFC প্রতিযোগিতার (AFC Cup) গ্রুপ পর্বের শুরুটা বসুন্ধরা কিংসের জন্য মধুর হল না। অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে বড় ব্যবধানে পরাজিত হয়েছে দল। খেলার শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল মালদ্বীপের ক্লাব মেজিয়া। বাকি সময় আগলে রাখল নিজেদের গোল মুখ। সেই সঙ্গে পাল্টা আক্রমণ। মেজিয়ার পক্ষে ম্যাচের ফল ৩-১। সবই হল, গোলটাই শুধু হল না। বসুন্ধরা কিংসের খেলা দেখে ম্যাচ শেষে এটাই বলতে হচ্ছে। মালদ্বীপের মাঠে গোটা সময়টা বল নিজেদের কাদে রেখেছিল অস্কার ব্রুজনের ছেলেরা। ১৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে যাওয়া হয়তো ভারতের কাজ করে যাওয়া এই কোচের পরিকল্পনায় ছিল না। পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচের প্রায় ৭৪ শতাংশ বল পজিশন নিজেদের দখলে […]
আরও পড়ুন AFC Cup: সব করেও বড় ব্যবধানে হারল বাংলাদেশের সেরা ক্লাব
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম