অনন্তনাগ এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার উজেইর খান
অনন্তনাগ এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার উজেইর খান
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/LeT-Uzair-Khan.jpg
লস্কর-ই-তৈবা (এলইটি) কমান্ডার উজেইর খানকে মঙ্গলবার অনন্তনাগ এনকাউন্টারের সপ্তম দিনে অন্য জঙ্গিদের সঙ্গে নিকেশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন এক আধিকারিক। কর্মকর্তারা সন্দেহ করছেন তৃতীয় আরেক জঙ্গির মৃত্যু হয়েছে, এবং সেই কারণে তার দেহের সন্ধানে অভিযান এখনও অব্যাহত রয়েছে। এডিজিপি কাশ্মীর পুলিশ বিজয় কুমার বলেছেন, নিরাপত্তা আধিকারিকরা উজেইর খানের দেহ থেকে একটি অস্ত্রও উদ্ধার করেছেন। তার মৃত্যুর সাথে সাথে, সাত দিন ধরে চলা এনকাউন্টার শেষ হয়েছে, যদিও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে, বলেই জানান তিনি। এডিজিপি পুলিশ বিজয় কুমার আরও বলেন, “এলইটি কমান্ডার উজেইর খানকে নিকেশ করা হয়েছে এবং তার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া আরেক জঙ্গির দেহ পাওয়া গেছে। অনন্তনাগ […]
আরও পড়ুন অনন্তনাগ এনকাউন্টারে নিহত লস্কর কমান্ডার উজেইর খান
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম