মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

AFC Cup Triumph: বড় ব্যবধানে ওডিশাকে উড়িয়ে দিল মোহনবাগান

AFC Cup Triumph: বড় ব্যবধানে ওডিশাকে উড়িয়ে দিল মোহনবাগান
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/09/Mohun-Bagan-vs-Odisha-FC.jpg
গত কয়েকদিন আগেই ইমামি ইস্টবেঙ্গল দলকে হারিয়ে ডুরান্ড কাপ জয় করেছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। সেই জয়ের ধারা বজায় রইল এএফসি কাপে (AFC Cup)। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল হুয়ান ফেরেন্দোর মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জয় করে সবুজ-মেরুন শিবির। দলের হয়ে জোড়া গোল অজি তারকা দিমিত্রি পেট্রতোসের। পাশাপাশি আজকের ম্যাচে একটি করে গোল করেন সাহাল আব্দুল সামাদ ও লিস্টন কোলাহল। আজকের এই জয়ের ফলে এবারের এএফসি কাপের গ্রুপ স্টেজের লড়াইয়ে যথেষ্ট অক্সিজেন পেল কলকাতার এই প্রধান। উল্লেখ্য, গত মরশুমে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে যেমন আইএসএল জিতেছিল মোহনবাগান সুপারজায়ান্টস দল ঠিক […]


আরও পড়ুন AFC Cup Triumph: বড় ব্যবধানে ওডিশাকে উড়িয়ে দিল মোহনবাগান

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম