Malda: মৃত্যুপুরী পুখুরিয়া, মিজোরামে মোদীর স্বপ্নের সেতু ভেঙে মালদার ২৩ শ্রমিক নিহত
Malda: মৃত্যুপুরী পুখুরিয়া, মিজোরামে মোদীর স্বপ্নের সেতু ভেঙে মালদার ২৩ শ্রমিক নিহত
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/maldah.jpg
মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে বুধবার রাত ১০টা পর্যন্ত নিহত শ্রমিকদের যে তথ্য আসছে তাতে মৃত্যুপুরী (Malda) মালদা। এই জেলারই কমপক্ষে ২৩ জন শ্রমিক মৃত। মিজোরাম সরকার জানিয়েছে, ভেঙে পড়া সেতুর আঘাতে আরও অনেকে গুরুতর জখম। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এমনই আশঙ্কা। মিজোরাম সরকারের দেওয়া তথ্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে এসে পৌঁছেছে। মালদা জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবারই জেলার ২৩ জন শ্রমিকের মৃত্যু হয় মিজোরামে। এর মধ্যে পুখুরিয়া থানার ১৬ জন, কালিয়াচকের ১ জন, গাজলের ১ জন, ইংলিশ বাজারের ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পু়খুরিয়ার গ্রামের পর গ্রামে শ্রমিক পরিবারগুলিতে হাহাকার। একেকটি পরিবারে একাধিক নিহত। গ্রামে গ্রামে চলছে বিলাপ। পুখুরিয়া […]
আরও পড়ুন Malda: মৃত্যুপুরী পুখুরিয়া, মিজোরামে মোদীর স্বপ্নের সেতু ভেঙে মালদার ২৩ শ্রমিক নিহত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম