বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

Chandrayaan 3: ১৪ দিনের ‘জীবনে’ অভাবনীয় কাজ করবে রোবট বিজ্ঞানী প্রজ্ঞান

Chandrayaan 3: ১৪ দিনের ‘জীবনে’ অভাবনীয় কাজ করবে রোবট বিজ্ঞানী প্রজ্ঞান
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/chandrayaan-3-landing.jpg
চাঁদের কুমেরু-তে নেমেছে ভারত। অবতরণের পর পরই চন্দ্রযান ৩ প্রকল্পের কাজ শুরু হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর রহস্য সমাধানের কাজটি করছে রোবট বিজ্ঞানী প্রজ্ঞান। কারণ তার হাতে সময় কম। সে খুব তাড়াতাড়ি মরে যাবে। আয়ু মাত্র ১৪ দিন। যে চাঁদের অংশে কেউ যেতে পারেনি সেখানেই ঘুরবে প্রজ্ঞান। প্রথমে তার সৌর অ্যারেকে প্রসারিত করবে এবং ল্যান্ডার বিক্রমের সঙ্গে সংযুক্ত একটি তার দিয়ে রোল আউট করবে। রোভারটি চন্দ্রপৃষ্ঠে স্থিতিশীল হয়ে গেলে তারটি ছিঁড়ে ফেলা হবে। তারপরে এটি তার মিশন শুরু করবে। চন্দ্রপৃষ্ঠ অতিক্রমে প্রজ্ঞান চাঁদে ভারতের ছাপ রেখে যাবে। কারণ এর চাকায় ভারতীয় রাষ্ট্রীয় প্রতীক (রাজা অশোকের সারনাথ সিংহের প্রতীক) আছে। ভারতীয় মহাকাশ […]


আরও পড়ুন Chandrayaan 3: ১৪ দিনের ‘জীবনে’ অভাবনীয় কাজ করবে রোবট বিজ্ঞানী প্রজ্ঞান

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম