শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

Egg Fingers: বিকেলে চায়ের সঙ্গে বানিয়ে নিন মুচমুচে এগ ফিঙ্গার

Egg Fingers: বিকেলে চায়ের সঙ্গে বানিয়ে নিন মুচমুচে এগ ফিঙ্গার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/egg-fingers.jpg
বর্ষার সময় চারিদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তার মধ্যে সন্ধেবেলায় ঘরে বসে একটু মুখরোচক খাবার হলে জমে যায়। তবে কি করা যায় এই নিয়ে চলে মনের সঙ্গে যুদ্ধ। অনেক তো খেয়েছেন ফিস ফিঙ্গার। তাই এবার কোনও টানাপোড়েন ছাড়াই ঘরে বসে বানিয়ে নিন এগ ফিঙ্গার। এই রেসিপিটি বানাতে আপনার প্রয়োজন বেশ কয়েকটি উপকরণ। তা হলো, ডিম, নুন, গোলমরিচ গুঁড়ো, কনফ্লাওয়ার, চিলিফ্লেক্স, ময়দা, বেডক্ৰামস, সাদা তেল। প্রথমেই একটি পাত্রে ৮ টা ডিম ফাটিয়ে নিতে হবে। তারপর তাতে নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর একটি থালায় তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর একটি কড়াইতে কিছুটা জল দিয়ে তাতে […]


আরও পড়ুন Egg Fingers: বিকেলে চায়ের সঙ্গে বানিয়ে নিন মুচমুচে এগ ফিঙ্গার

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম