শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

Purulia: লাক্ষার দূষিত জলে বিপদের মুখে বলরামপুরবাসী

Purulia: লাক্ষার দূষিত জলে বিপদের মুখে বলরামপুরবাসী
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/purulia-lakkha-cluster.jpg
সরকারী অনুদানে পুরুলিয়ায় তৈরি হয়েছিল লাক্ষা ক্লাস্টার। লাক্ষা শিল্প রীতিমতো সুনাম অর্জন করেছিল। তবে এবার সেই লাক্ষা ক্লাস্টার থেকে জলদূষণের অভিযোগ স্থানীয়দের। কারখানা থেকে‌ বেরোনো জলের ক্ষতি হচ্ছে জলাশয়ের অভিযোগ স্থানীয়দের।অ্যাসিডযুক্ত লাক্ষা জলদূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে পুরুলিয়ার বলরামপুরে‌। বলরামপুর লাক্ষা শিল্পের জন্য সুনাম অর্জন করেছে। কুটির শিল্প মজবুত করতে সরকারি আর্থিক অনুমোদনে বিভিন্ন গ্রামে লাক্ষা ক্লাস্টার তৈরি হয়েছে। তবে এখন সেই শিল্পই যে মানুষের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তা বুঝতে পারেনি বলরামবাসী‌। ক্লাস্টার থেকে বেরোনো অ্যাসিডযুক্ত রঙিন জল এসে মিশেছে পাশের পুকুরে। যা পুকুরের স্বচ্ছ জলকে দূষিত করেছে বলে অভিযোগ। বলরামবাসীদের অভিযোগ, ক্লাস্টারের পিছনে যে পুকুর রয়েছে তাতে লাক্ষা […]


আরও পড়ুন Purulia: লাক্ষার দূষিত জলে বিপদের মুখে বলরামপুরবাসী

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম