পায়ুদ্বারে সোনা পাচার! বিমান যাত্রীকে গ্রেফতার
পায়ুদ্বারে সোনা পাচার! বিমান যাত্রীকে গ্রেফতার
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/Gold-smuggling.jpg
কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার অবাক কাণ্ড। পায়ুদ্বারে লুকিয়ে বিমান যাত্রীর সোনা পাচারের চেষ্টা (Gold Smuggling) । রীতিমত শোরগোল পড়ে যায়। তবে সেই ছক বানচাল করে শুল্ক দফতরের অফিসাররা (Customs department)। সোনা পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় ওই যাত্রীকে। আধিকারিকরা জানিয়েছেন প্রায় ৬০০ গ্রাম সোনার পেস্ট পায়ুদ্বারে লুকিয়ে তা পাচারের চেষ্টা করছিল ওই যাত্রী। জানা যাচ্ছে বুধবার বেসরকারি একটি বিমান সংস্থার বিমানে উঠছিলেন আবু শালিহু নামের এক যাত্রী। তবে তার চলাফেরায় অসঙ্গতি দেখা যায়। নজরে পড়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের। সঙ্গে সঙ্গে আধিকারিকরা মেটাল ডেটেক্টর দিয়ে তল্লাশি চালান। কিন্তু সেই সময় যাত্রীর কাছ থেকে কিছু মেলেনি। তবুও সন্দেহ ছিল নিরাপত্তারক্ষীদের। […]
আরও পড়ুন পায়ুদ্বারে সোনা পাচার! বিমান যাত্রীকে গ্রেফতার
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম