বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

Nepal Food Crisis: ভাতের থালা ভরিয়ে রাখতে ভারতের কাছে সাহায্য চাইল নেপাল

Nepal Food Crisis: ভাতের থালা ভরিয়ে রাখতে ভারতের কাছে সাহায্য চাইল নেপাল
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/08/Nepal.jpg
নেপাল সম্ভাব্য খাদ্য ঘাটতি (Nepal Food Crisis) এড়াতে চাল, চিনি সরবরাহের জন্য ভারতকে অনুরোধ করেছে। নেপালের তরফে ভারতকে এক মিলিয়ন টন ধান, 100,000 টন চাল এবং 50,000 টন চিনি দেওয়ার জন্য অনুরোধ করা  হয়েছে। PTI জানাচ্ছে এই খবর। সরকারী সূত্র জানিয়েছে। নেপাল সরকার ধান, চাল এবং চিনি সরবরাহের সুবিধার্থে ভারতকে অনুরোধ করেছে,  আসন্ন উত্সব মরসুমে যে কোনও সম্ভাব্য খাদ্য ঘাটতি প্রশমিত করার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ নিয়েছে নেপাল। বাণিজ্য ও সরবরাহ মন্ত্রকের যুগ্ম সচিব রামচন্দ্র তিওয়ারি জানিয়েছেন, গত সপ্তাহে বিদেশ মন্ত্রকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে নেপালের তরফে অনুরোধটি করা হয়েছিল। তিনি বলেছেন বাজারে চাল ও চিনির তাৎক্ষণিক ঘাটতি […]


আরও পড়ুন Nepal Food Crisis: ভাতের থালা ভরিয়ে রাখতে ভারতের কাছে সাহায্য চাইল নেপাল

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম