Top News Headlines

ফুরফুরে মেজাজে পশুপ্রেমে মত্ত মনামী

ফুরফুরে মেজাজে পশুপ্রেমে মত্ত মনামী https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Monami-Ghosh.jpeg জনপ্রিয় অভিনেত্রী (Actress) এবং নৃত্...

উপনির্বাচনে বাংলার এই কেন্দ্রে জিততে পারে সিপিএম

উপনির্বাচনে বাংলার এই কেন্দ্রে জিততে পারে সিপিএম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/cpim.jpg
একটা সময় (WB Bypoll) কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীতে কোনও নির্বাচনে কংগ্রেস, আবার কোনও নির্বাচনে বামেরা জয় পেয়েছে। ২০১১ সালে সর্বপ্রথম রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ঘাসফুল ফোটে। তবে সবচেয়ে বড় চমক দেখা যায় ২০১৬ সালে। রাজ্যজুড়ে (WB Bypoll) সবুজ ঝড়ের মধ্যেও এই কেন্দ্রে জয় পায় সিপিএম। ২০২১-এ অবশ্য পদ্মফুট ফোটে রানাঘাট দক্ষিণে। এবারের বিধানসভা উপনির্বাচনে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ২০১৬-র পুনরাবৃত্তি দেখতে চাইছে বামেরা। সে-বছর এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস। প্রায় ১৭ হাজার ভোটে তিনি হারান বিদায়ী আবীররঞ্জন বিশ্বাসকে। এরপর থেকে অবশ্য এই কেন্দ্রে বামেদের ভোটব্যাঙ্কে ধস নামে। ভোট পুনরুদ্ধারে এবার এই কেন্দ্রে তরুণ মুখ অরিন্দম বিশ্বাসকে টিকিট […]


আরও পড়ুন উপনির্বাচনে বাংলার এই কেন্দ্রে জিততে পারে সিপিএম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন