Top News Headlines

ইউরোপের ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন হুয়ান ফেরেন্দো

ইউরোপের ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হলেন হুয়ান ফেরেন্দো https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/juan-ferrando.jpg গতবছর স্প্যানিশ ক...

Water crisis :গরমে জলের চাহিদা বেড়েছে, অপচয় রুখতে শহরবাসীকে বিশেষ পরামর্শ পুরসভার

Water crisis :গরমে জলের চাহিদা বেড়েছে, অপচয় রুখতে শহরবাসীকে বিশেষ পরামর্শ পুরসভার
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/01/water.jpg
এই গরমে শহরে জলের চাহিদা বেড়েছে হু হু করে। স্বাভাবিক ভাবে এই চাঁদিফাটা রোদে সব কিছুতেই জলের চাহিদা অপরিসীম। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই গরমে জলের চাহিদা বেড়েছে তিনগুন। খাওয়ার জলই হোক কিংবা স্নান করার, সবকিছুই এখন জলের উপর নির্ভরশীল।  কলকাতার পারদ প্রায় ৪২ ডিগ্রি। এই গরমে ডিহাইড্রেশন থেকে বাঁচতে মানুষ প্রচুর জল পান করছেন সঙ্গে দিনে একবার স্নানে মন ভরছে না কারুরই। তাই তিন-চারবার করে স্নান করার রেওয়াজ শুরু হতেই সতর্ক হচ্ছে পুরসভা। আগে শহরে দৈনিক মাথাপিছু ১৫০ লিটার জল প্রয়োজন হতো। সেই জলের চাহিদা বেড়েছে তিনগুন। পুরসভার তরফে অকারণে জলের কল না খুলে রাখার অনুরোধ করা হয়েছে। […]


আরও পড়ুন Water crisis :গরমে জলের চাহিদা বেড়েছে, অপচয় রুখতে শহরবাসীকে বিশেষ পরামর্শ পুরসভার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন