Top News Headlines

IPL 2024: শেষ বলে দরকার ২ রান, ম্যাচ ঘুরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার

IPL 2024: শেষ বলে দরকার ২ রান, ম্যাচ ঘুরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/Sunrisers-Hyderabad-Edge...

TCS নাকি Cognizant কোন আইটি সেক্টরের সিইও'র বেতন সর্বাধিক?

TCS নাকি Cognizant কোন আইটি সেক্টরের সিইও'র বেতন সর্বাধিক?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/TCS-vs-Cognizant.jpg
আইটি সেক্টরগুলি বর্তমানে তার সিইও দের বড়ো অংকের বেতন প্রদান করে থাকে। যা অবাক করার মত। কারণ কগনিজ্যান্টের (Cognizant) সিইও রবি কুমার সিঙ্গিসেট্টি গত বছর ২২.৫৬ মিলিয়ন ডলার (প্রায় ১৮৬ কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়েছেন, যা তাঁকে ভারতীয় আইটি সেক্টরে সর্বোচ্চ বেতনভোগী ভারতীয় কার্য নির্বাহী আধিকারিক হিসাবে গণ্য করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থার সাধারণ শেয়ারহোল্ডারদের মোট রিটার্নের ভিত্তিতে চার বছরের পারফরম্যান্সের লক্ষ্যমাত্রার ০ শতাংশ থেকে ২৫০ শতাংশ পর্যন্ত পরিশোধের লক্ষ্যমাত্রা রয়েছে পিএসইউগুলির। অতিরিক্তভাবে ৫,০০০,০০০ ডলারের অনুদানের তারিখের মূল্য সহ আরএসইউ সমন্বিত একটি ইক্যুইটি পুরষ্কার, যা তার পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে বাজেয়াপ্ত ইক্যুইটি পুরষ্কারগুলি প্রতিস্থাপনের জন্য একটি বাইআউট পুরষ্কার ছিল। […]


আরও পড়ুন TCS নাকি Cognizant কোন আইটি সেক্টরের সিইও'র বেতন সর্বাধিক?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন