Top News Headlines

Adrit-kaushambi Marriage:চার হাত এক হলো! হাসি মুখে 'উচ্ছে বাবু ' এবং 'দিদিয়া'

Adrit-kaushambi Marriage:চার হাত এক হলো! হাসি মুখে 'উচ্ছে বাবু ' এবং 'দিদিয়া' https://kolkata24x7.in/wp-content/uploads/2024...

Earthquake: জোরাল কম্পনে কেঁপে উঠল দেশ, রিখটার স্কেলে তীব্রতা ৬.২

Earthquake: জোরাল কম্পনে কেঁপে উঠল দেশ, রিখটার স্কেলে তীব্রতা ৬.২
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/Earthquake-Jakarta.jpg
শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ১৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শক্তিশালী ভূমিকম্পের (Earthquake) কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬.২। জাতীয় ভূমিকম্পতত্ত্ব কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, জাকার্তা এবং নিকটবর্তী বাদুংয়ে রাত ৯টা ৫৯ মিনিটে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বাদুংয়ের বাসিন্দা ইমান কৃষ্ণওয়ান এএফপিকে বলেন, “আমি আমার স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের হওয়ার জন্য চিৎকার করেছিলাম।” সাধারণত ভূমিকম্প প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হলেও এবার ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াকে বলা হয় ‘রিং অফ ফায়ার’। পৃথিবীর অন্যতম সংবেদনশীল অংশ হওয়ায় এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে। এটি এমন একটি স্থানে উপস্থিত রয়েছে যেখানে পৃথিবীর অনেক টেকটোনিক […]


আরও পড়ুন Earthquake: জোরাল কম্পনে কেঁপে উঠল দেশ, রিখটার স্কেলে তীব্রতা ৬.২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন