শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

মাওবাদী কবজা থেকে CRPF কমান্ডোকে উদ্ধার, গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ছত্তীসগড়ের সাংবাদিক

মাওবাদী কবজা থেকে CRPF কমান্ডোকে উদ্ধার, গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ছত্তীসগড়ের সাংবাদিক
https://kolkata24x7.in/wp-content/uploads/2025/01/mukesh.jpg
রায়পুর: ছত্তীশগড়র বিজাপুরে সাংবাদিকের নির্মম হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। নিহত সাংবাদিকের নাম মুকেশ চন্দ্রকার৷ শনিবার সকালে বিজাপুরের কন্ট্রাক্টর সুরেশ চন্দ্রকারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় তাঁর দেহ৷ মুকশের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল ছিল৷ নাম ‘বস্তার জংশন’৷ এই চ্যানেলের গ্রাহক সংখ্যাও দেড় লক্ষের বেশি৷ সাংবাদিকতার সূত্রে বস্তারকে তিনি চিনতেন হাতের তালুর মতো৷ সেখানকার নানা খবরও তুলে ধরতেন মুকেশ৷ গোটা ছত্তিশগড়ের সঙ্গেই পরিচিত ছিলেন তিনি৷ সেই সুবাদেই রাজ্যের মাও উপদ্রুত এলাকা থেকে অপহৃত সিআরপিএফ কমান্ডো রাকেশ্বর সিং মানহাসকে উদ্ধার করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই তরুণ সাংবাদিক৷ মুকেশ হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই৷ (Mukesh help to […]


আরও পড়ুন মাওবাদী কবজা থেকে CRPF কমান্ডোকে উদ্ধার, গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ছত্তীসগড়ের সাংবাদিক

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম