মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

রয়্যাল এনফিল্ড আনল প্রথম ইলেকট্রিক বাইক, ডিজাইন মন জিতে নেবে

রয়্যাল এনফিল্ড আনল প্রথম ইলেকট্রিক বাইক, ডিজাইন মন জিতে নেবে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/Royal-Enfield-Flying-Flea-C.jpg
ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের দুনিয়ায় রয়্যাল এনফিল্ড (Royal Enfield) একটি বিখ্যাত সংস্থা। দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক বাইক লঞ্চের প্রসঙ্গ ঘিরে সংবাদ শিরোনামে বারংবার উঠে আসছিল কোম্পানির নাম। আজ কথামতোই তারা বাজারে আনল তাদের প্রথম ইলেকট্রিক বাইক। সংস্থার পক্ষ থেকে মডেলটির নামকরণ করা হয়েছে – Royal Enfield Flying Flea C6। রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইকের জন্য ফ্লাইং ফ্লি (Flying Flea) নামের একটি সাব-ব্র্যান্ড খোলা হয়েছে। এর আওতায় আনা হয়েছে মডেলটি। কার্যত এই সাব-ব্র্যান্ড খোলার মাধ্যমে ইলেকট্রিক বাইকের বাজারে সংস্থা নতুন যুগের সূচনা করল। সোমবার রাতে C6 উন্মোচনের সময় রয়্যাল এনফিল্ড তাদের আগামী ইলেকট্রিক বাইকের কথাও ঘোষণা করেছে। এটি একটি স্ক্র্যাম্বলার বাইক, যার নামও জানিয়ে […]


আরও পড়ুন রয়্যাল এনফিল্ড আনল প্রথম ইলেকট্রিক বাইক, ডিজাইন মন জিতে নেবে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম