শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

দীপাবলির বঙ্গে সাড়ে আট হাজার কোটির বাজি বিক্রি

দীপাবলির বঙ্গে সাড়ে আট হাজার কোটির বাজি বিক্রি
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/West-Bengal-is-poised-for-record-Diwali-fireworks-sales.jpg
কলকাতা: দীপাবলি ও কালীপুজোকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বাজি বিক্রির (Diwali fireworks market) হর্ষের ধ্বনি শোনা যাচ্ছে। সর্বভারতীয় বাজি নির্মাতা ও বিক্রেতা সংস্থার তথ্য অনুযায়ী, এই বছরের বাজি বিক্রি সাড়ে আট হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে চলেছে, যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। রাজ্যের ৭২টি “বাজি বাজারে” এই বছরে লক্ষাধিক ক্রেতা ভিড় জমিয়েছে, যা প্রতি বছর ১ অক্টোবর থেকে শুরু হয়। রাজ্যের প্রধান বাজি বিক্রেতাদের একাংশ বলছেন, এই প্রবণতা বজায় থাকলে বাজির বাজারে প্রচুর মুনাফা আসতে পারে। কলকাতা, হাওড়া, বর্ধমান, আসানসোল, জলপাইগুড়ি, মালদা, এবং মেদিনীপুরের বাজারে ক্রেতাদের এই বিপুল ভিড় দেখা গেছে। পরিবেশবান্ধব বাজির চাহিদা বৃদ্ধি রাজ্য সরকার পরিবেশ সংরক্ষণের উদ্যোগ […]


আরও পড়ুন দীপাবলির বঙ্গে সাড়ে আট হাজার কোটির বাজি বিক্রি

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম