সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

চন্দননগরে নিরঞ্জন শোভাযাত্রায় ৭৯টি পুজো

চন্দননগরে নিরঞ্জন শোভাযাত্রায় ৭৯টি পুজো
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/ChandannagarJaggadhatri-imm.jpg
আজ চন্দননগরে (Chandannagar) অনুষ্ঠিত হবে জগদ্ধাত্রী পুজোর (Jaggadhatri Puja) ঐতিহ্যবাহী নিরঞ্জন শোভাযাত্রা (Immersion procession) যেখানে শহরের ৭৯টি পুজো কমিটি অংশগ্রহণ করবে। এই শোভাযাত্রাটি প্রতিবছরই বিপুল উৎসাহ আর আবেগের সঙ্গে পালিত হয়। শহরের প্রতিটি কোণে শোভাযাত্রা দেখা যায়, যেখানে পবিত্র শোভাযাত্রায় মেতে ওঠে স্থানীয় বাসিন্দারা। চন্দননগরের এই ঐতিহ্য শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা দেশের একটি গুরুত্বপূর্ণ আচার হয়ে উঠেছে। দর্শকদের ভিড়ও প্রতিবারের মতো এ বছরেও ব্যাপক হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭টি ঘাটে হবে প্রতিমা বিসর্জনঃ এ বছর চন্দননগরের ৭টি ঘাট নিরঞ্জন শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে শহরের পুজো কমিটি গুলি তাদের প্রতিমা বিসর্জনের জন্য আসবে। এই ঘাটগুলি চন্দননগরের নানা অংশে বিস্তৃত, এবং […]


আরও পড়ুন চন্দননগরে নিরঞ্জন শোভাযাত্রায় ৭৯টি পুজো

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম