হরিদ্বার শহরে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল, আতঙ্কে মানুষ
হরিদ্বার শহরে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল, আতঙ্কে মানুষ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/Haridwar-Elephants-Panic.jpg
উত্তরাখণ্ডের ধর্মীয় শহর হরিদ্বারে (Haridwar),নির্ভয়ে একদল হাতির (Elephants) পাল শহরে ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে (panic) মানুষ। বুধবার সকালে ৫টি হাতির পাল হেঁটে হেঁটে গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়ের কাছে পাতাল রেলে পৌঁছে যায়। হাতির দলকে দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন এদিক ওদিকে ছুটতে থাকে। সৌভাগ্য যে এই হাতিগুলো কারো কোন ক্ষতি করেনি। বরং কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই হাতিগুলো আবার বনের দিকে চলে যায়। তথ্য অনুযায়ী, হরিদ্বার শহর সংলগ্ন একটি ঘন জঙ্গল রয়েছে। এমতাবস্থায় বন্য প্রাণীরা বন থেকে বেরিয়ে এসে জনবসতিপূর্ণ এলাকায় প্রতিদিন প্রবেশ করছে। বিশেষ করে ভেল বা কাঁখালের লাকসার রুটে প্রায় প্রতিদিনই বন্য পশুর ডাক শোনা যায়। মাত্র দুদিন আগে […]
আরও পড়ুন হরিদ্বার শহরে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে হাতির পাল, আতঙ্কে মানুষ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম