চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে 'বহুরূপী'র 'ডাকাতিয়া বাঁশি'র সুরে মাতোয়ারা দর্শনার্থীরা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে 'বহুরূপী'র 'ডাকাতিয়া বাঁশি'র সুরে মাতোয়ারা দর্শনার্থীরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/11/bahurupi-dakatiya-bansi.jpg
উইনডোজ প্রোডাকশনের পুজো ছবি ‘বহুরূপী’ (Bohurupi) এখনো দারুন সাফল্যের সঙ্গে চলছে। এই ছবির প্রশংসা শুধু কলকাতা নয়, গোটা দেশের বিভিন্ন সিনেমাহলেও হচ্ছে। এর বিশেষ আকর্ষণ হচ্ছে ছবির সুপারহিট গান ‘ডাকাতিয়া বাঁশি’ (Dakatiya Banshi), যা এখন পর্যন্ত সবার মন জয় করেছে। দুর্গাপুজোর পর, চন্দননগরের (Chandannagar) জগদ্ধাত্রী পুজোয় এই গানের তালে মেতে উঠেছে শহরবাসী। পুজো মণ্ডপে ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি বাজতেই, রঙিন আলো এবং উৎসবের পরিবেশে হাজার হাজার মানুষ কোমর দোলাতে শুরু করেন। চন্দননগরের (Chandannagar) বাগবাজারে অবস্থিত এক পুজো মণ্ডপে রবিবার রাতে ছিল ভয়ানক ভিড়। ‘বহুরূপী'(Bohurupi) ছবির জনপ্রিয় গানের সাথে কৌশানি মুখোপাধ্যায়ের ভাইরাল স্টেপ অনুসরণ করে নাচতে দেখা যায় অনেককে। সেই মুহূর্তটি মোবাইল […]
আরও পড়ুন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে 'বহুরূপী'র 'ডাকাতিয়া বাঁশি'র সুরে মাতোয়ারা দর্শনার্থীরা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম