স্বনির্ভরতার দিকে নৌসেনার প্রচেষ্টা প্রশংসনীয়, Navy-র সেমিনারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
স্বনির্ভরতার দিকে নৌসেনার প্রচেষ্টা প্রশংসনীয়, Navy-র সেমিনারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/10/Rajnath-Singh-1.jpg
Swavlamban 3.0: দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় নৌসেনার সেমিনার স্বাবলম্বন 2024-এর তৃতীয় পর্বের (Swavlamban 3.0) আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে স্বনির্ভরতার দিকে ভারতীয় নৌসেনার প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি বলেন যে ভারতীয় নৌবাহিনী এক ধরণের Innovation Navy। তিনি বলেন যে এমন অনেক ঘটনা ছিল যখন ভারতে defence sector-এ একটি innovation culture গড়ে উঠতে পারত, কিন্তু কিছু কারণে তা ঘটাতে পারেনি। রাজনাথ আরও বলেন, এর সবচেয়ে বড় কারণ হলো আমরা দীর্ঘদিন ধরে আমদানি নির্ভর দেশ। আমরা অস্ত্র ও সরঞ্জাম আমদানির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছিলাম যে ভারতে উদ্ভাবনী ধারণা জন্ম নিতে পারেনি। মন্ত্রী বলেন, গত কয়েক বছরে জাতীয় […]
আরও পড়ুন স্বনির্ভরতার দিকে নৌসেনার প্রচেষ্টা প্রশংসনীয়, Navy-র সেমিনারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম