বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বান্ধবগড় টাইগার রিজার্ভে ৪টি হাতির মৃত্যু, আশঙ্কাজনক ৯,ফসল খেয়ে স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা

বান্ধবগড় টাইগার রিজার্ভে ৪টি হাতির মৃত্যু, আশঙ্কাজনক ৯,ফসল খেয়ে স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা

https://kolkata24x7.in/wp-content/uploads/2024/10/elephants-dead.jpg
মধ্যপ্রদেশের উমারিয়া জেলার বান্ধবগড়ে (Bandhavgarh), ১৩ টি হাতির (elephants) স্বাস্থ্য একই সঙ্গে অবনতি হতে শুরু করে। তাদের মধ্যে ৪টি হাতির মৃত্যু (death) হয়েছে। ৯টি হাতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ধানের শীষ খাওয়ায় হাতির স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। বান্ধবগড় টাইগার রিজার্ভ পার্কের (বিটিআর) পানপাথা বাফার জোনের অন্তর্গত বাকেলি-সালখানিয়া গ্রামের কাছে চারটি হাতির মৃত্যু হয়েছে। বিটিআরের সহকারী ডিরেক্টর প্রকাশ কুমার ভার্মা বলেন, অভয়ারণ্যের খিটোলি রেঞ্জের অধীনে বনরক্ষীদের নিয়মিত টহল দেওয়ার সময় বন্য হাতি ৪টিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মনে করা হচ্ছে, মাহু রোগ থেকে রক্ষা পেতে কৃষকরা ধানের শীষে কীটনাশক স্প্রে করেছিলেন, একই ফসল […]


আরও পড়ুন বান্ধবগড় টাইগার রিজার্ভে ৪টি হাতির মৃত্যু, আশঙ্কাজনক ৯,ফসল খেয়ে স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম