বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

কেন্দ্রকে একটাকা দিয়ে বিহার পায় ৭.২৬ টাকা, বাংলায় আসে ০.৮৭

কেন্দ্রকে একটাকা দিয়ে বিহার পায় ৭.২৬ টাকা, বাংলায় আসে ০.৮৭
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/10/Bihar-stands-out-with-a-substantial-allocation-of-Rs.-7.26-for-every-Rs.-1-it-contributes-to-the-Centre.jpg
কেন্দ্রের করপুলে রাজ্যগুলির দেওয়া অর্থের তুলনায় প্রতিটি রাজ্য আলাদা হারে বরাদ্দ (Central Fund Allocation) পাচ্ছে। একটি অর্থনৈতিক বিশ্লেষণ থেকে দেখা গেছে যে, কেন্দ্রীয় করের প্রত্যেক এক টাকা বিনিময়ে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে বিহার – ৭.২৬ টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সংখ্যা মাত্র ০.৮৭ টাকা, যা সারা দেশের মধ্যে অন্যতম কম। এমন বৈষম্যের ফলে কেন্দ্র-রাজ্য আর্থিক ভারসাম্যের প্রশ্নটি সামনে চলে এসেছে। ভারতের কেন্দ্রীয় রাজস্বের পুলে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি করের অংশ হিসাবে অর্থ প্রদান করে থাকে। কেন্দ্রের সিস্টেম অনুযায়ী এই রাজস্ব পরবর্তীতে বিভিন্ন রাজ্যকে পুনরায় বরাদ্দ করা হয়। তবে, এর বিনিময়ে বিভিন্ন রাজ্য এক একটি আলাদা হারে অর্থ ফিরে পায়। […]


আরও পড়ুন কেন্দ্রকে একটাকা দিয়ে বিহার পায় ৭.২৬ টাকা, বাংলায় আসে ০.৮৭

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম