মোদীর তৃতীয় দফায় LLB পাঠক্রমে ঢুকছে 'নারী বিরোধী' মনুস্মৃতি আইন, দিল্লি বিশ্ববিদ্যালয় গরম
মোদীর তৃতীয় দফায় LLB পাঠক্রমে ঢুকছে 'নারী বিরোধী' মনুস্মৃতি আইন, দিল্লি বিশ্ববিদ্যালয় গরম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/07/du.jpg
আইনে সবাই সমান আর প্রাচীন মনুস্মৃতি সূত্রে নারী নিষ্পেশিত। কেন সেই ‘মনুস্মৃতি’ পাঠ্যসূচিতে আনা হবে এমনই দাবি করে দিল্লি বিশ্ববিদ্যালয় সরগরম। জানা যাচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে প্রাচীন সংস্কৃত শাস্ত্র থেকে মনুস্মৃতি অংশটি আইনের পাঠ্য হিসেবে যুক্ত করা হবে। মনুস্মৃতি বাতিল করো আওয়াজ তুলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে উঠেছে প্রতিবাদের ঝাড়। অধ্যাপকদের একাংশ জানিয়েছেন, আইন বিভাগের এই সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন। এটি যেন পুনর্বিবেচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের এই এলএলবি পাঠক্রমে মনুস্মৃতি নিয়ে একটি পূর্ণাঙ্গ পেপার থাকবে। বিষয়টির নামকরণ হবে ‘আইনের তাত্ত্বিক ভিত্তি’।এই পাঠ্যসূচি চালু হবে স্নাতক পর্যায়ে। জানা গেছে, এই সংশোধিত পাঠক্রমটির প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদে পেশ করা হবে […]
আরও পড়ুন মোদীর তৃতীয় দফায় LLB পাঠক্রমে ঢুকছে 'নারী বিরোধী' মনুস্মৃতি আইন, দিল্লি বিশ্ববিদ্যালয় গরম
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম