কোনওক্রমে মানরক্ষা, হারতে হারতে অল্প মার্জিনে ফুটল পদ্ম
কোনওক্রমে মানরক্ষা, হারতে হারতে অল্প মার্জিনে ফুটল পদ্ম
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Narendra-Modi-Amit-Shah.jpg
দেশজুড়ে ১৩টি আসনে উপনির্বাচন হয়েছিল। মাত্র দুটি আসনে জিতেছে (BJP) ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাকি ১১টি আসনের মধ্যে ১০টি আসনের জয় পেয়েছে বিরোধীদের জোট ইন্ডিয়া-র প্রার্থীরা। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল – দুটি আসনেই খুব অল্পমার্জিনে জিতেছে বিজেপি (BJP) । অনেক কষ্টেই হামিরপুর এবং আমরওয়ারা ফুটেছে পদ্ম। হিমাচল প্রদেশের হামিরপুরে জিতেছেন বিজেপি প্রার্থী আশিস শর্মা। তাঁর প্রাপ্ত ভোট ২৭,০৪১। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের পুষ্পিন্দর ভার্মা। তাঁর প্রাপ্ত ভোট ২৫,৪৭০। এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান মাত্র ১,৫৭১। মধ্যপ্রদেশের আমরওয়ারাতে জিতেছেন বিজেপি প্রার্থী কমলেশ প্রতাপ শাহ। তাঁর প্রাপ্ত ভোট ৮৩,১০৫। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেসের ধীরান শাহ। তাঁর […]
আরও পড়ুন কোনওক্রমে মানরক্ষা, হারতে হারতে অল্প মার্জিনে ফুটল পদ্ম
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম