নেতা খুনের পর 'মারের বদলা মার' নীতি নিল বাম, ১২ ঘণ্টার বনধ
নেতা খুনের পর 'মারের বদলা মার' নীতি নিল বাম, ১২ ঘণ্টার বনধ
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/07/Tripura-Police.jpg
‘মার’-এই একটি শব্দ রাজধানী থেকে সীমান্তের প্রান্তিক গ্রামে ছড়িয়ে পড়ছে হু হু করে। বিশেষ সূত্রের খবর, ত্রিপুরার (Tripura) প্রধান বিরোধী দল সিপিআইএমের শীর্ষ নেতৃত্ব ‘মার’ তত্ত্বে শিলমোহর দিয়েছেন। জানা যাচ্ছে হামলা হলেই পাল্টা হামলার বার্তা পৌঁছে গেছে একদম নিচুতলার মাটি কামড়ে পড়ে থাকা নেতা-কর্মীদের কাছে। প্রত্যাশিতভাবেই রক্তাক্ত পঞ্চায়েত ভোটের পর্ব শুরু হয়েছে বাঙালি অধ্যুষিত ত্রিপুরায় (Tripura)। ২০১৮ সালে টানা ২৫ বছরের বাম শাসন ভেঙে রাজ্যে ক্ষমতা দখল করে বিজেপি। পরিবর্তনের বছর থেকেই শাসক শিবিরের লাগাতার হামলায় কোণঠাসা সিপিআইএম গত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে শক্তপোক্তভাবে ভোটে নেমেছিল। বিরোধীপক্ষে সিংহভাগ ভোট পড়লেও উপজাতি ভোট ভাগাভাগির অঙ্কে বিজেপি ক্ষমতা ধরে রাখে। […]
আরও পড়ুন নেতা খুনের পর 'মারের বদলা মার' নীতি নিল বাম, ১২ ঘণ্টার বনধ
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম