শনিবার, ২৯ জুন, ২০২৪

Transfer News: জেকসন সিংকে এবার নিতে মরিয়া তিন ফুটবল ক্লাব

Transfer News: জেকসন সিংকে এবার নিতে মরিয়া তিন ফুটবল ক্লাব
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/04/jeakson-singh-in-action.jpg
Transfer News:  জুলাইয়ের শেষের দিকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। সেই টুর্নামেন্ট দিয়েই নতুন মরশুম শুরু করবে গোটা দেশের হেভিওয়েট দলগুলি। তারপরেই রয়েছে আইএসএল থেকে শুরু করে সুপার কাপের মতো ফুটবল টুর্নামেন্ট। সেজন্য, অনেক আগে থেকেই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। নিজেদের দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলারদের দিকেও বিশেষ নজর থেকেছে সকলের। বর্তমানে সময়ে দাঁড়িয়ে দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে সকলের। তবে এখনো পর্যন্ত বেশকিছু দেশী ও বিদেশী ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাব গুলির। যাদের মধ্যে অন্যতম হল জেকসন সিং থুনওজাম। গত সিজনে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেললেও এবার তাকে […]


আরও পড়ুন Transfer News: জেকসন সিংকে এবার নিতে মরিয়া তিন ফুটবল ক্লাব

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম