Roy Krishna নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন
Roy Krishna নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Roy-Krishna-1.jpg
নতুন মরসুম শুরু হওয়ার আগে এখনও অনেকটা সময় বাকি। সিনিয়র ফুটবলারদের অনেকেই এখনও মাঠে ফেরেননি। রয় কৃষ্ণার (Roy Krishna) ছুটি নেই। তিনি গোল করে চলেছেন। নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন। কালকেই আবার একটা ম্যাচ রয়েছে। এখন নিজের দেশ ফিজির হয়ে খেলছেন রয় কৃষ্ণা। OFC Men’s Nations Cup-এ অংশ নিয়েছে ফিজি। টুর্নামেন্টের গ্ৰুপ বি-তে রয়েছে ফিজি। গ্ৰুপ পর্যায়ের প্রথম ম্যাচেই তারা পাপুয়া নিউগিনিকে হারিয়েছে ৫-১ গোলে। একটি গোল করেছেন রয় কৃষ্ণা। আরো দুটি গোলের পিছনে সরাসরি অবদান রেখেছিলেন তিনি। ফিজির বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি পাপুয়া নিউগিনি। ধারেভারে সব দিক থেকে এগিয়ে ছিল রয় কৃষ্ণার দেশ। Mohun Bagan: কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে […]
আরও পড়ুন Roy Krishna নিজে গোল করলেন, অন্যকে দিয়ে করালেন
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম