রবিবার, ২৩ জুন, ২০২৪

Mumbai City FC: জয়েশের প্রশংসায় এবার পঞ্চমুখ ক্র্যাটকি, কী বললেন?

Mumbai City FC: জয়েশের প্রশংসায় এবার পঞ্চমুখ ক্র্যাটকি, কী বললেন?
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/Mumbai-City-FC-Coach-Petr-Kratky-Praises-Jayesh-Rane.jpg
আগের আইএসএল মরশুমে লোন ট্রান্সফারের মাধ্যমে মুম্বাই আসেন জয়েশ রানে (Jayesh Rane)। গোটা মরশুম জুড়ে খেলেছেন একাধিক ম্যাচ। দলের হয়ে গোল কন্ট্রিবিউশন ও থেকেছে এই ভারতীয় মিডফিল্ডারের। তাছাড়া মুম্বাই সিটির (Mumbai City FC) জার্সিতে ফাইনাল ম্যাচে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন জয়েশ। স্বাভাবিকভাবেই তার সঙ্গে যে চুক্তি বাড়ানো হবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। ঠিক তেমনটাই হয়েছে এবার। গত কয়েকদিন আগেই এই তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা সরকারিভাবে ঘোষণা করেছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। আসন্ন ফুটবল মরশুমে ও এই দলের হয়ে খেলতে দেখা যাবে তাকে। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এবার সেই প্রসঙ্গে দলের কোচ পেট্রো ক্র্যাটকি বলেন, জয়েশ ভারতীয় ফুটবল […]


আরও পড়ুন Mumbai City FC: জয়েশের প্রশংসায় এবার পঞ্চমুখ ক্র্যাটকি, কী বললেন?

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম