Hijazi Maher: হিজাজির সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ, খুশি কুয়াদ্রাত
Hijazi Maher: হিজাজির সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ, খুশি কুয়াদ্রাত
https://kolkata24x7.in/wp-content/uploads/2023/12/Hijazi-Maher.jpg
গত ফুটবল সিজন থেকে ইমামি ইস্টবেঙ্গলের অন্যতম ভরসার মুখ হয়ে উঠেছেন হিজাজি মাহের (Hijazi Maher)। বিশেষ করে ডুরান্ড পরবর্তী সময় সুদূর জর্ডান থেকে এই বিদেশী সেন্টার ব্যাককে শহরে নিয়ে আসেন দলের কোচ কার্লেস কুয়াদ্রাত। প্রথমদিকে দলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে কলিঙ্গ সুপার কাপ। সব ক্ষেত্রেই নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন এই দাপুটে ডিফেন্ডার। স্বাভাবিকভাবেই তা নজর কেড়েছিল সমর্থকদের। এমনকি দলকে সুপার কাপ জয় করানোর ক্ষেত্রেও গুরু দায়িত্ব পালন করেছিলেন এই ফুটবলার। তাই সবদিক মাথায় রেখেই আজ এই বিদেশী ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা […]
আরও পড়ুন Hijazi Maher: হিজাজির সঙ্গে চুক্তি বাড়িয়েছে লাল-হলুদ, খুশি কুয়াদ্রাত
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম