চলন্ত ট্রেনে গুটকা পিকের বিরোধীতায় কাল হল! আক্রান্ত বাঙালি যাত্রীরা
চলন্ত ট্রেনে গুটকা পিকের বিরোধীতায় কাল হল! আক্রান্ত বাঙালি যাত্রীরা
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/FotoJet-37-1.jpg
বিহারের উপর দিয়ে ট্রেন আসার সময়ে ঘটল যত বিপত্তি। আক্রান্ত যাত্রীদের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে,বিহারের উপর দিয়ে ট্রেন যাওয়ার সময় প্রায় দুশোজন দুষ্কৃতী ট্রেনে উঠে অত্যাচার চালায়। রেয়াদ পাইনি ছোট্ট শিশুও। রেলের হেল্পলাইনের তরফে ফোন করেও পাওয়া যায়নি সাহায্য। শুধু তাই নয় তাঁদের সাহায্যের জন্যেও এগিয়ে আসেনি অন্য কোনও যাত্রী। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হলেন বাঙালি পর্যটকরা। অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনে উঠে যাত্রীদের মারধর করে। প্রায় দুশোজন মিলে হকি স্টিক, উইকেট, বেল্ট দিয়ে চলে অত্যাচার। মহিলা-সহ প্রায় দশজন যাত্রী আহত হন। ‘রেল মদতে’ ফোন করে কোনওরকম সহযোগিতা পাননি বলে যাত্রীদের […]
আরও পড়ুন চলন্ত ট্রেনে গুটকা পিকের বিরোধীতায় কাল হল! আক্রান্ত বাঙালি যাত্রীরা
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম