শুক্রবার, ২১ জুন, ২০২৪

বিনা টিকিটে হাওড়া স্টেশনে? সবাধান! চালান হতে পারেন কোর্টে

বিনা টিকিটে হাওড়া স্টেশনে? সবাধান! চালান হতে পারেন কোর্টে
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/05/howrah-station.jpg
বিনা টিকিটে ট্রেন ভ্রমন করেন?তাহলে কিন্তু এখুনি সাবধান হন। হাওড়া স্টেশনে বিনা টিকিটে ধরা পরলে আপনার কপালে জুটবে ঘোর বিপদ। নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। এব্যাপারে বারবার জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে যাতে সবাই বৈধ টিকিট কেটে ট্রেন যাত্রা করেন। বিনা টিকিটে যাত্রা রোধ করার উদ্দেশ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হাওড়া স্টেশনে এক রেলওয়ে ক্যাম্প কোর্টের ব্যবস্থা করে। হাওড়া স্টেশনের সমস্ত গেটেই চিরুনিতল্লাশির মাধ্যমে বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে স্টেশনের এই কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। এক্ষেত্রে মাননীয় বিচারক অপরাধের গুরুত্ব অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেন।ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই হাওড়া স্টেশনের ক্যাম্প কোর্টে ৬১৬ জন বিনা টিকিটের যাত্রীকে […]


আরও পড়ুন বিনা টিকিটে হাওড়া স্টেশনে? সবাধান! চালান হতে পারেন কোর্টে

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম