বাংলার জন্য এবার বিশেষ উপহার সম্পূর্ণ বাতানুকূল 'গরিব রথ'! কোন কোন স্টেশনে স্টপেজ জানুন
বাংলার জন্য এবার বিশেষ উপহার সম্পূর্ণ বাতানুকূল 'গরিব রথ'! কোন কোন স্টেশনে স্টপেজ জানুন
https://kolkata24x7.in/wp-content/uploads/2024/06/garib-rath.jpg
রেল যাত্রীদের জন্য সুখবর। কলকাতা থেকে ত্রিপুরার আগরতলার যাত্রীদের জন্য নিয়ে এসেছে এই নতুন এক্সপ্রেস ট্রেন ‘গরিব রথ’। তবে রেল সুত্রে জানান হয়েছে আগামী মাস অর্থাৎ জুলাইয়ের শুরুতেই এই ‘গরিব রথ এক্সপ্রেসে’র উদ্বোধন হতে চলেছে। তবে এই ট্রেন চালু হলে কলকাতা এবং আগরতলা যাওয়া আরও সহজ হয়ে উঠবে যাত্রীদের কাছে। তবে নামটি তার গরিব হতে পারে কিন্তু সম্পূর্ণ এক্সপ্রেসটি বাতানুকূল হবে এমনটাই জানিয়েছে রেল । সেখানে থাকবে একাধিক নতুন ব্যবস্থা এবং থাকবে পরিস্কার এবং পরিচ্ছতা। এমনকি যাত্রীদের বসার আসনের দিকেও নজর রাখা হবে। এমনটাই রেল সূত্রে জানান হয়েছে। অন্যদিকে টিকিটের দামও আয়ত্তের মধ্যে থাকবে, তবে সঠিক মূল্য এখনও নির্ধারণ হয়নি […]
আরও পড়ুন বাংলার জন্য এবার বিশেষ উপহার সম্পূর্ণ বাতানুকূল 'গরিব রথ'! কোন কোন স্টেশনে স্টপেজ জানুন
0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম